Header Ads

Header ADS

স্থগিত' হলো বিশ্ব ইজতেমা

স্থগিত' হলো বিশ্ব ইজতেমা

 

২০১৯ সালের জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিলো, কিন্তু তা স্থগিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়, এই সভায় ধর্ম সচিব মোহাম্মদ আনিসুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাবলীগ জামাতের বিদ্যমান দুটি পক্ষ, পুলিশের আইজি সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের পেক্ষাপটে এবারের বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে।

তাবলীগ জামাতের একটি পক্ষ ২০১৯ সালের জানুয়ারি মাসের ১১,১২ ও ১৩ তারিখ বিশ্ব ইজতেমার দিন নির্ধারণ করেন এবং অন্য একটি পক্ষ ২০১৯ সালের জানুয়ারি মাসের ১৮,১৯ ও ২০ তারিখ বিশ্ব ইজতেমার দিন নির্ধারণ করেন।  আর এই জমায়েতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
 

 তাবলীগ জামাতের ইতিহাসে এই প্রথম ইজতেমা ও জোড়ের তারিখ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলো ।

উল্লেখ্য যে, বিশ্বের দ্বিতীয় এই ধর্মীয় উৎসবে বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশ থেকে মুসলিমরা এসে থাকে।

তাবলীগ জামাতের উদ্যোগে প্রতি বছর ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গীর তুরাগ তীরে। ১৬০ একর বা তারও বেশি এলাকাজুড়ে বিস্তৃত ইজতেমা মাঠে বিশ্বের প্রায় সব মুসলমান দেশ থেকেই তাবলীগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন । তারা এখানে তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনিসুর রহমান বলেন, নির্বাচনের পর তাবলীগ জামাতের দুই পক্ষ বসে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করবেন। সেই তারিখ অনুযায়ী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, এতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
 
 
 https://www.facebook.com/korotoa.tv/videos/1922252464549118/
 
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.