গাজায় দখলদার ইসরাইলিদের আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে ফিলিস্তিন সংহতি কমিটি সিরাজগঞ্জের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ।।
সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফপাতা পৌর মুক্তমঞ্চে, ফিলিস্তিন সংহতি সমাবেশ থেকে অবিলম্বে গাজায় দখলদার ইসরাইলিদের আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে ফিলিস্তিন সংহতি কমিটি- সিরাজগঞ্জ ।
১১ মে ২০০৪ শনিবার বিকেলে, সিরাজগঞ্জ শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা পৌর মুক্তমঞ্চে এই সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সংহতি সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন ।
ফিলিস্তিন সংহতি কমিটি সিরাজগঞ্জ এর আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত |
সংহতি সমাবেশে বক্তৃতা প্রদান করেন, ফিলিস্তিন সংহতি কমিটির সিরাজগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল, জেলা বাসদ সিরাজগঞ্জের আহ্বায়ক নব কুমার কর্মকার, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বক্কর ভূঁইয়া, আবৃত্তি শিল্পী হুমায়ুন কবির আফ্রিদি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের জেলা সভাপতি ফজলে খোদা লিটন, নুরনাহার তর্কবাগীস কলেজের সহযোগী অধ্যাপক ফজলুল হক, কবি ও সাহিত্যিক জাহিদ সোবাহান, কবি ও সম্পাদক আলমগীর নিশাত, রিকশা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আবুল বাসেদ বাবু, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু হানিফ খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফাউন্ডেশন সভাপতি পলাশ ঘোষ, প্রমূখ বক্তৃতা প্রদান করেন ।
সংহতি সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে, শিশু নারী বৃদ্ধসহ নিরীহ মানুষকে হত্যা করা চলবে না, যুদ্ধাহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ফিলিস্তিনে ত্রাণ সহযোগিতা প্রদানে বাধা সৃষ্টি করা যাবেনা ।
সর্বোপরি অবিলম্বে গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনিদের পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং দখলদার ইসরাইলিদের তাদের কর্মকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি করার আহ্বান জানান বক্তারা ।
এছাড়া ফিলিস্তিনিদের নিয়ে কবিতা পাঠ করা হয় ।।
কোন মন্তব্য নেই