ঐতিহাসিক প্রাচীন নবরত্ন মন্দির ,শাহজাদপুর, সিরাজগঞ্জ। Historical Ancient Nabaratna Temple, Shahjadpur, Sirajganj.
ঐতিহাসিক প্রাচীন নবরত্ন মন্দির ,শাহজাদপুর, সিরাজগঞ্জ। Historical Ancient Nabaratna Temple, Shahjadpur, Sirajganj.
কোন প্রকার প্রযুক্তি ছাড়াই শুধুমাত্র পোড়ামাটি ও চূনা দ্বারা নির্মাণ করা হয়েছে, পোতাজিয়া এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক নবরত্ন মন্দিরটি । এই নবরত্ন মন্দিরে কোন শিলালিপি না থাকলেও, লোকের মুখে শোনা যায়, এটি হাজার বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে শাহজাদপুরের, পোতাজিয়ায় ।এই নবরত্ন মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায়, আনুমানিক ১১০০ থেকে ১১৯০ সালের মাঝামাঝি সময়ে, তৎকালীন ভারত উপমহাদেশের, সুরা বিহারের, বিহারের হিন্দু রাজা বিক্রম কেশরীর অধীনে ছিল, এলাকার জমিদারিত্ব । এই জমিদারিত্বের দায়িত্বে ছিলেন নীরু বাবু । তিনি মূলত এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেছেন। তবে এটি কে নির্মাণ করেছে, তার কোন সঠিক তথ্য জানা যায়নি । পরবর্তীতে সরকার হরিদাস নবরত্ন মন্দিরটি রক্ষণাবেক্ষণ করেন ।
প্রাচীন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি ১৩ শতক জায়গার উপর, দ্বিতল ভবন বিশিষ্ট স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এই নির্মাণ শৈলীর উপর ৯ টি রত্ন ও চূড়া ছিল। উপরে উঠার জন্য ডান পাশে ছিল সিঁড়ি। উপরে রত্ন বা চূড়াগুলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে ।
এই নবরত্ন মন্দির সম্পর্কে নানান গল্প প্রচলিত আছে। কথিত আছে মন্দিরের ভেতরে কষ্টিপাথরের মূল্যবান মূর্তি ছিল এবং এই মন্দিরের ভেতর অনেক সাপ ছিল। এখনো এখানকার স্থানীয় বাসিন্দারা দেখতে পান। কিন্তু আশ্চর্যের বিষয় হল : বিষধর সাপ হওয়ার সত্তেও, সাপ গুলো কখনো কাউকে দংশন করেনি।এই এলাকায় অনেক সাপুড়েরা আসলেও, এখানে বিন বাজিয়ে সাপ ধরার সাহস পায়নি, স্থানীয়দের মুখে এরকম অনেক জানা অজানা গল্প শোনা যায় ।
এদেশ থেকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর, প্রাচীন ঐতিহাসিক নিদর্শন শৈলী টি সংস্কারের ছোঁয়া পায়নি। প্রতিবছর প্রচুর বৃষ্টিপাতের ফলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন টির অংশবিশেষ ধসে পড়ে যাচ্ছে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক নবরত্ন মন্দিরটি।
বিশেষ দ্রষ্টব্য : উপরের লেখাগুলো সম্পূর্ণরূপে এলাকার মানুষের মুখে শোনা ।
কোন মন্তব্য নেই