ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন । এই ঐতিহাসিক নিদর্শন এর মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি । যা বাংলাদেশের আনাচে-কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
ভারত উপমহাদেশে মুঘলদের আমল থেকে ব্রিটিশদের শাসন আমল পর্যন্ত জমিদারী প্রথা চালু ছিল । এই জমিদার দের বাড়ি কেই , জমিদার বাড়ি বলা হয় । কালের বিবর্তনে বাংলার মাটি থেকে অনেক আগেই জমিদার ও জমিদারী প্রথা উঠে গেছে , কিন্তু মুছে যায়নি তাদের ইতিহাস ও ঐতিহ্য । জমিদারদের নির্মিত বাড়ি ও বিভিন্ন স্থাপনা গুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে । তেমনই একটি জমিদার বাড়ি হচ্ছে, সিরাজগঞ্জ জেলার, রায়গঞ্জ উপজেলায়, ধুবিল ইউনিয়ন এর ধুবিল কাটার মহল জমিদার বাড়ি।
ব্যস্ত জীবনের ফাঁকে একটু সুযোগ করে ঘুরে আসতে পারেন প্রাচীন স্থাপত্য শিল্পে নির্মিত ধুবিল কাটার মহল জমিদার বাড়ি থেকে ।
কোন মন্তব্য নেই