ঐতিহাসিক রবীন্দ্র কাচারিবাড়ি,শাহজাদপুর,সিরাজগঞ্জ। Historical Rabindro Kacharibari, Shajadpur, Sirajganj
ঐতিহাসিক রবীন্দ্র কাচারিবাড়ি,শাহজাদপুর,সিরাজগঞ্জ। Historical Rabindro Kacharibari, Shajadpur, Sirajganj.
আমাদের ছোট নদী
চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার
হাঁটু জল থাকে
ব্রিটিশ আমলে নীলকরেরা এটি নির্মাণ করেন, পরে রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে এটি কিনে নেয় ।
প্রাচীন ইতিহাসের ধারক বাহক এই ভবনটি জাদুঘর হিসাবে রূপান্তর করা হয়েছে ।
এই রবীন্দ্র স্মৃতি জাদুঘর এর দোতলা ভবনের নিচতলায় পরপর তিনটি কক্ষের দেয়ালে সুন্দর সুসজ্জিত ভাবে সেঁটে দেওয়া রয়েছে কবির আঁকা কিছু ছবি ও দুর্লভ আলোকচিত্র । এছাড়াও এখানে সংরক্ষিত আছে, কবির ব্যবহার্য আসবাবপত্র কাঠের তৈরি চেয়ার টেবিল এবং পালঙ্ক, আরো আছে চঞ্চলা ও চপলা নামের তার ব্যবহৃত করা দুটো স্পিডবোট ও আটজন বেহারার বাংলার ঐতিহ্যবাহী পালকি ।
রবীন্দ্র কাচারিবাড়ি তে বর্তমানে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে এই অডিটরিয়ামে প্রতিবছর জন্ম জয়ন্তী ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবীন্দ্র কাচারিবাড়ি টি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে মনমুগ্ধকর ফুলের বাগান এখানে প্রায় সকল ধরনের ফুলের গাছ দেখা যায়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই বসে লিখেছেন তার বিখ্যাত কবিতা তালগাছ, যা এই রবীন্দ্র কাচারিবাড়ি তে আজও দৃশ্যমান রয়েছে। তালগাছ কে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য মাটিতে কৃত্তিম ভাবে তৈরি করা হয়েছে তাল গাছের প্রতিকৃতি। দৃষ্টিনন্দন এ তাল গাছটি পর্যটকদের মুগ্ধ করে দেয় ।
রবীন্দ্র কাচারিবাড়ি তে চোখে পড়বে ব্রিটিশ আমলের সেই নীলকরদের নীলকুঠির অনেক পুরাতন হওয়ায় এটি এখন পরিত্যক্ত।
এই শাহজাদপুরে এসেই প্রাধান্য পেয়েছে কবির সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা ও সৃজনশীলতা । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে তার অনেক অসাধারণ কালজয়ী সাহিত্য রচনা করেছেন।
এছাড়াও শাহজাদপুরে রচিত তার ছোট গল্পের মধ্যে ছুটি, সমাপ্তি, অতিথি ইত্যাদি বিখ্যাত। গীতাঞ্জলি কাব্যের কাজও এখানে শুরু করেন, যেটাতে পরবর্তীতে তিনি নোবেল পান ।
শাহজাদপুরে রবীন্দ্র কাচারী বাড়িতে ঢুকতেই চোখে পড়বে বিশাল একটা গেট ।গেটের পাশে রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের মূল্য ২০ টাকা, তবে পাঁচ বছরের নিচে কোন বাচ্চার জন্য টিকিটের প্রয়োজন পড়ে না, সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য ১০০ টাকা এবং অন্য বিদেশি দর্শকদের জন্য টিকিটের মূল্য ২০০ টাকা করে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধায় প্রতিবছর সরকারি উদ্যোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়।
কোন মন্তব্য নেই