সিরাজগঞ্জে প্রসূন থিয়েটার- এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিরাজগঞ্জে প্রসূন থিয়েটার- এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী নাট্য সংগঠন প্রসূন থিয়েটারের পথচলার ৩৩ বছর পালিত হয়েছে
২৯ নভেম্বর ২০২৪ খ্রি. (শুক্রবার), বিকেল ৩ টায় বিএ কলেজ রোডস্থ পাবলিক লাইব্রেরির প্রসূন থিয়েটারের কার্যালয়ে থিয়েটারের সভাপতি এড. মাহবুবে খোদা টুটুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠাকালীন সদস্য ইকবাল হোসেন এবং ফাহমিদা জুঁই, শব্দশৈলি আবৃত্তি চর্চা কেন্দ্রের সমন্বয়ক বাচিক শিল্পী হুমাযুন কবির আফ্রিদি,
সিরাজগঞ্জ লালন সংসদের সিনিয়র সদস্য সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, বাউল শাহ আলী, বাউল জীবন সাধু, প্রসূন সাহিত্য সংসদের সহ-সভাপতি, কবি যাহিদ সুবহান, বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক নূর মোক্তার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর- কিশোরী ক্লাবের জেলা সমন্বয়ক মো. গোলজার হোসেন, নাট্যকর্মী আহমেদ সুমন, সংগীত শিল্পী জাকিরুল ইসলাম, সায়েম, শান্তামনি, নাট্যকর্মী পার্থঘোষ, কবি রূপা জাহান জ্যোৎস্না, গিটারিস্ট সেলিম মাহবুব, আকরাম শুভ প্রমুখ। আলোচনা শেষে কেক কতর্ন, কবিতা পাঠ, বাউল সংগীত ও মঞ্চনাটক পরিবেশিত হয়।
কোন মন্তব্য নেই